সম্প্রতি ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফের সাবেক প্রধান স্যার মাইকেল গ্রেডন আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে!
এদিকে চলতি বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গভীর সন্দেহ পোষণ করে জানিয়েছিলেন, ন্যাটো মিত্ররা আক্রান্ত হলে তাদের সহায়তায় হয়তো মার্কিন সেনাবাহিনী এগিয়ে যাবে না। পাশাপাশি তিনি ন্যাটোভুক্ত দেশগুলিকে সামরিক ব্যয় বাড়ানোর উপদেশও দিয়েছেন। আর এই প্রেক্ষাপটে ব্রিটিশ সামরিক, বিমান এবং নৌবাহিনীর সাবেক প্রধানরা এমন উদ্বেগ প্রকাশ করলেন। তারা মনে করেন, ইউরোপকে সতর্ক করার যে কথা বলা হয়েছে, তাতে রাশিয়ার অপ্রতিরোধ্য ‘আগ্রাসনের’ ঝুঁকিতে পড়তে হবে!
আরএএফের সাবেক প্রধান স্যার মাইকেল গ্রেডন আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলে পূর্ব ইউরোপকে রক্ষার মতো পর্যাপ্ত শক্তি ন্যাটোর থাকবে না। আর ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লর্ড ড্যানন্যাট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপের প্রতি যে সব হুমকি দিয়েছেন, সেগুলোও গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। এই কথার সাথে একমত প্রকাশ করেন ব্রিটেনের নৌবাহিনীর সাবেক প্রধান লর্ড ওয়েস্টও।
বিডি প্রতিদিন/এ মজুমদার