বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পেছনে ফেইসবুকের কোনো প্রভাব ছিল না। কিন্তু তার এই কথা মিথ্যা প্রমান করলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। জয় নিশ্চিত করতে ফেইসবুক একটি মূল উপাদান হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, "বিষয়টি হচ্ছে সংখ্যার ক্ষেত্রে ফেইসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম ইত্যাদিতে আমার বড় ক্ষমতা রয়েছে। আমি মনে করি এই বিষয়টি প্রতিযোগিতায় আমাকে জিততে সহায়তা করেছে, যদিও তারা (প্রতিদ্বন্দ্বী) আমার চেয়ে অনেক বেশি অর্থ খরচ করেছে।"
ট্রাম্প নির্দিষ্ট করে বলেন, "সামাজিক মাধ্যমটি তাকে জিততে সহায়তা করেছে আর এতে হিলারি'র প্রচারণায় ডিজিটাল আর প্রচলিত বিজ্ঞাপনে করা খরচে মতো তার খরচের দরকার হয়নি। "আমি মনে করি তাদের খরচ করা অর্থের চেয়ে এই সামাজিক মাধ্যমটির বেশি ক্ষমতা রয়েছে"।
তিনি বলেন, "বিভিন্ন সামাজিক মাধ্যম প্লাটফর্ম মিলিয়ে তার মোট ২৮ মিলিয়নের চেয়েও বেশি ফলোয়ার আছে, আর প্রতিদিন আরও বাড়ছে। আমার মনে হয় গতকালও এক লাখ লোক যোগ হয়েছে।"
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-৯