ইরানের রাজধানী তেহরানে ব্যাপক দূষণের কারণে আজ স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংস্থা ইরনা জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সোমবার তেহরান ও প্রদেশের অধিকাংশ নগরীর কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। জানা যায়, শহরটিতে শীত মৌসুমের শুরুতে এ দূষণ দেখা দিয়েছে। ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় নগরীর উত্তর প্রান্তে অবস্থিত পর্বতমালা দৃষ্টি সীমার বাইরে চলে গেছে। বৈরী আবহাওয়া জীবনযাত্রায়ও প্রভাব ফেলেছে এবং এর ১কোটি ৪০ লাখ বাসিন্দা ঘরে থাকতে বাধ্য হচ্ছে। বাইরে বেরুবার প্রয়োজন হলে তারা বিশেষ ধরণের মুখোশ ব্যবহার করছে।
আজ তেহরানের বাতাসে বায়ু দূষণকারী পিএম ২.৫ কণিকার মাত্রা ১৫৬ তে পৌঁছেছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ৩ গুণ বেশি! দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকবে। তাছাড়া বুধবার শক্তিশালী বায়ু প্রবাহিত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19