কালো টাকার রমরমা রুখতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি তিনি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেছেন। তার এই পদক্ষেপ কিছু কালো টাকার মালিকের চোখ খুলে দিয়েছে। মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কোটি কোটি রুপি ব্যাংকে জমা করতে উদ্যত হচ্ছেন। তেমনই একটি ঘটনা ঘটল দেশটির সুরাটে।
সুরাটের এক ব্যবসায়ী ৬,০০০ কোটি নগদ রুপি ব্যাঙ্কে জমা করে নজির গড়লেন। গুজরাটের ব্যবসায়ী লালজি ভাই প্যাটেল ৬,০০০ কোটি টাকা নগদ ব্যাংকে জমা করার পাশাপাশি কালো টাকা রাখার ক্ষতিপূরণ হিসাবে ৫,৪০০ কোটি টাকা কর হিসাবে দিতেও রাজি হয়েছেন।
সুরাটের এই ব্যবসায়ী লালজি ভাই প্যাটেল সাধারণ মানুষের সেবা করার জন্য বরাবরই নজর কেড়েছেন। দেশের শিশুকন্যাদের লেখাপড়ার স্বার্থে ২০০ কোটি রুপি দান করে তিনি খবরের শিরোনামেও এসেছিলেন একবার। নরেন্দ্র মোদির নাম লেখা স্যুট এবং জ্যাকেট কেনার জন্যও এই ব্যবসায়ী বেশ বিখ্যাত।