ইরাকের রাজধানী বাগদাদে দু’টি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির ফালুজা ও ওয়াশিস শহরে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
খবরে বলা হয়, এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে। এদিকে হামলার পরপরই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৩