ফাইটার জেট নিয়ে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে কোনো আলোচনা এগোচ্ছে না। এর আগে রাশিয়ার পাক দূত জানিয়েছিলেন, পাক এয়ারফোর্সের উচ্চপদস্থ আধিকারিক সোহেল আমনের সঙ্গে মস্কোতে Su-35 ফাইটার জেট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাশিয়ার এই ফাইটার জেট নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা তাই কার্যত নস্যাৎ হয়ে গেছে। রাশিয়ার দুই সংস্থা Russian Federal Service for Military-Technical Cooperation (FSMTC) ও Russian state arms exporter স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে এরকম কোনো চুক্তি হয়নি। Su-35 হল রাশিয়ার সব থেকে শক্তিশালী ফাইটার জেট। PAK-FA ফাইটার জেট কার্যকর হলে, সেটা হবে আরও শক্তিশালী।
এর আগে পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়নি রাশিয়া। উরি হামলার পরই এমন সিদ্ধান্ত নেয় ভারতের বন্ধু দেশ রাশিয়া। এবার এমন একটি খবর প্রকাশ্যে আসার পর পাকিস্তানের রাশিয়াকে পাশে পাওয়ার বিষয়টি আরও নস্যাৎ হয়ে গেল।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৩