সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানানোর জন্য ফোন করেন। টেলিফোন আলাপে তারা একমত পোষণ করে বলেন, বর্তমান যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক মোটেই সন্তোষজনক নয়। দু'দেশের সম্পর্ক উন্নয়নে তাদের একসঙ্গে কাজ করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়ার ব্যাপারে একমত হন এই দুই নেতা। জানা যায়, টেলিফোন আলাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্য কামনা করেন পুতিন।
দীর্ঘদিন ধরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যার সর্বশেষ প্রকাশ ঘটেছিল সিরিয়ায়। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়েছে মস্কো। আর ওয়াশিংটন সমর্থন দিচ্ছে বাশার বিদ্রোহীদের। তবে ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটন-মস্কো সম্পর্কের উন্নয়ন হবে বলে আশা করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার