সৌদি আরবের আল কাছিম বুরাইদা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম মাতবর (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম বরিশালের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আব্দুল খালেক মাতবরের ছেলে।
নিহত কাইয়ুমের বোন সোনিয়া নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে কাইয়ুম ডিউটি শেষ করে দাব্বাবে (লেডিস হোন্ডা) করে বাসায় যাচ্ছিলেন এসময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাইয়ুমের লাশ বর্তমানে আল কাছিম বুরাইদা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
অন্যদিকে নিহতের লাশ দেশে ফেরত পাঠাতে দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল