এক সময়ের আতঙ্কের নাম ছিল ওসামা বিন লাদেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশকেও থমকে দিয়েছিলেন লাদেন। তিনি এখন আর এই পৃথিবীতে নেই। আমেরিকাকে ধাক্কা দিয়েছিলেন লাদেন। আর আমেরিকাই শেষ করে দেয় তাকে।
নিজেকে বাঁচানোর জন্য লাদেন আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানের অ্যাবোটাবাদে। তাতেও অবশ্য কিছু হয়নি। লাদেনকে খুঁজে বের করে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র।
এমন ভয়ানক খুনি, সান্ত্রাসবাদী ওসামা বিন লাদেন এক বলিউড সুন্দরীর প্রেমে নাকি পাগল ছিলেন। বিদেশিরা বলিউডের অভিনেত্রীদের পছন্দ করেন। এটা কারও অজানা নয়। ভিন দেশি মানুষ বলিউড সুন্দরীকে বিয়েও করেন। এমন নজিরও রয়েছে।
কিন্তু তাই বলে লাদেন? কার প্রেমে পাগল ছিলেন তিনি? আল কায়দার এই জনক নাকি সানি লিওনের ভক্ত ছিলেন। সানির প্রেমে নাকি পাগল ছিলেন লাদেন। শোনা যায়, সানি লিওনকে স্বপ্নে দেখতেন লাদেন।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল