মোসুলের যুদ্ধে ইরাকি সেনা এবং যৌথবাহিনীর হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর লোকবল কমেছে। অর্থের জোগানও তলানিতে। সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে ইসলামি সন্ত্রাসবাদী এই সংগঠটির। তাই বাধ্য হয়ে টাকা জোগার করতে নিজেদের সহযোদ্ধাদের অঙ্গপ্রত্যঙ্গ বেচে দিচ্ছে তারা।
একটি বিবৃতিতে একথা নিজেই স্বীকার করেছে আইএস। এতদিন উত্তর ইরাকের তৈল খনিগুলোই ছিল আইএস-এর অর্থের উৎস। ইরাকের সেনাবহিনীর সাথে যুদ্ধে পিছু হঠার পরে সেই খনির দখলও তাদের হাত থেকে চলে গেছে।
বিবৃতি জানানো হয়েছে, কিডনির চাহিদাই সবচেয়ে বেশি। পাশাপাশি নিরীহ লোকদের অপহরণ করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ চুরি করতেও ছাড়ছে না তারা।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল