সোমবার সকাল থেকে পাক-ভারত সীমান্তের লাইন অব কন্ট্রোলের বেশ কয়েকটি পয়েন্টে গোলাগুলির ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।
পাল্টা হামলায় ভারতের ছয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
নিহত পাকিস্তানি বেসামরিক নাগরিকের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। আহতদের বেশিরভাগই নারী ও শিশু। তবে ভারতের পক্ষ থেকে এই হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।