হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) স্যাটেলাইটে ধারণ করা বিভিন্ন চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের একটি গ্রামের এক হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে দেশটির সরকার এইচআরডব্লিউর এই তথ্য অস্বীকার করেছে।
গত সোমবার হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বরের মাসের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের পাঁচটি গ্রামের ৮২০টি কাঠামো ধ্বংস হয়ে গেছে। আর রাখাইনে সেনা অভিযানে সব মিলিয়ে ১২৫০টি ভবন ধ্বংস হয়ে গেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা, নারী ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ব্যাপক অভিযোগও আছে।
জাতিসংঘ জানিয়েছে, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সেখানকার ত্রিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। তাদের অভিযানে ৭০ জন নিহত হয়েছে এবং চারশতের বেশি নাগরিককে তারা আটক করেছে বলে রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন নিহতের সংখ্যা আরো অধিক।
বিডি প্রতিদিন/এ মজুমদার