মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে মঙ্গলবার পুনর্বিচারের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মিশরে ২০১১ সালের গণঅভ্যুত্থানের পর ২০১২ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। এরপর ২০১৩ সালের জুন মাসে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির অভ্যুত্থানের পর থেকে ক্ষমতার দৃশ্যপটে অনুপস্থিত রয়েছেন তিনি। গণআন্দোলনের মুখে তিনি সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন এবং বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। আপিল আদালত দণ্ডাদেশ বাতিল করে অভিযোগটির বিষয়ে নতুন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে। এর আগে একই আদালত মুরসির মৃত্যুদণ্ড বাতিল করে পুনর্বিচারের আদেশ দিয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20