ভারতের এলাহাবাদের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন দেশটির কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। হঠাৎ আজানের সুর ভেসে আসে তার কানে। শুনেই মাথায় ঘোমটা টেনে নেন তিনি। খবর আজকালের।
আজান শেষ হওয়ার পর আবারও শুরু করেন বক্তৃতা। ঘোমটা মাথায় সোনিয়ার সেই ছবিই এখন সোশাল সাইটে ছড়িয়ে পড়েছে।
গত ১৯ নভেম্বর ৯৯ বছরে পা দিয়েছেন নিজের দেহরক্ষীর হাতে খুন হওয়া সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এক বছর ধরে তার জন্মশত বার্ষিকী পালন করবে তার দল কংগ্রেস। সোমবার ইন্দিরা গান্ধীর জন্মস্থান এলাহাবাদে অনুষ্ঠানের সূচনা করেন তার পুত্রবধূ সোনিয়া গান্ধী। সেখানেই ঘটে এই ঘটনা।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব