ইরাকের মসুল শহরে আইএসের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে সেনা বাহিনীর হাতে এসেছে এমন বেশকিছু বই যা অবাক করেছে সারা বিশ্বকে৷ আইএস জঙ্গিরা কেমন ভাবে শিশু মনে সন্ত্রাসবাদের বীজ বপন করার জন্য পাঠ্যপুস্তক তৈরি করে শিশুদের মগজ ধোলাই করত এই বই গুলোর মাধ্যমে সেই ব্যপারটাই স্পষ্ট হয়ে উঠলো৷ আইএসের ভাষায় সদ্য সন্ত্রাসবাদী শিক্ষায় বেড়ে ওঠা এই সব শিশুদের বলা হত ‘কাব অফ দি খিলাফত’৷
সেনাদের মসুল থেকে উদ্ধার করা বেশকিছু বইয়ের ছবি একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে৷ সেখানে দেখা যাচ্ছে একটি এগারো বছরের শিক্ষার্থীকে সময় নির্ণয় করতে বলা হয়েছে৷ কিন্তু ঘড়ির বদলে রয়েছে তারসহ ডিনামাইট৷ ৭-৮ বছরের শিশুদের জন্য আরবি গ্রামার বইতে রয়েছে বোমা, শহীদ ও বিস্ফোরণের মতো শব্দ৷
শিক্ষার্থীদের শূন্যস্থান পূরণের জন্য দেওয়া হয়েছে “I can shoot, __I?” and “He can bomb, __ he?”৷ এমনকি বইয়ের শব্দ তালিকাতে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, পাকিস্তান, ইয়েমেন ও নাইজেরিয়ার মতো দেশের নাম৷ কারণ এই সমস্ত দেশ থেকেই সবচেয়ে বেশি নাগরিক আইএসের সদস্য হয়েছিল৷
আরও জানা যায়, প্রতিদিন নিয়ম করে শিশুদের পড়ানো হত এই বইগুলি৷ একবছর আগেই শিশুদের জন্য নিজস্ব অ্যাপ চালু করেছিল আইএস৷ সেখানে শিশুদের শিক্ষার জন্য দেওয়া শব্দ তালিকাতে ছিল ট্যাঙ্ক, বন্দুক, রকেটের মতো শব্দ৷
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬