বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ। এনআইএ'র এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ভারতের সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। এ ওয়েবসাইট থেকে জাকির নায়েকের বক্তৃতা পড়া ও শোনা যেত।
এদিকে জাকির নায়েকের সংস্থাগুলোয় তল্লাশি অব্যাহত রয়েছে। সোমবার এনআইএ ১৭টি জায়গায় তল্লাশি চালায়। এর মধ্যে জাকিরের এনজিও ও কয়েকজন সহযোগীর বাড়ি বা দফতরও রয়েছে।
জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও হারমোনি মিডিয়ার দফতরেও অভিযান চালায় এনআইএ। হারমোনি মিডিয়ার দফতর থেকে পিস টিভির সম্প্রচার হয়। সেখান থেকেই প্রচারিত হতো জাকির নায়েকের বক্তৃতা।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা