প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের সামনে কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন ছয় ডেমোক্রেট ইলেক্টর। তারা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করতে একটি সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন। তারা এবার অন্য ইলেক্টরদের এ পথে আসতে অনুপ্রানিত করার জন্য মাঠে নেমেছেন। এসব ডেমোক্রেটদের নেতৃত্ব দিচ্ছেন কলোরাডোর ইলেক্টর মাইকেল বাচা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।
আমেরিকার কয়েকটি রাজ্যে ভোটে যে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন তাকেই ভোট দিতে হয় ইলেক্টরদের। কিন্তু আরিজোনা, ইডাহো, মিশিগান, জর্জিয়াসহ বেশ কয়েকটির রাজ্যে এ নিয়ম নেই। তাই এসব রাজ্যের ইলেক্টররা চাইলে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এসব ইলেক্টরাল কলেজেই, পপ্যুলার ভোটে নয়। এবার যেটা পেয়েছেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেট এ প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়েও ১৭ লাখ বেশি ভোটারদের সমর্থন পান। কিন্তু তারপরও মার্কিন নির্বাচনী আইনের মারপ্যাঁচে পড়ে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধূলিস্যাৎ হয় তার।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা