আশ্রয়ের আশায় নাফ নদীতে ভাসছে শত শত রোহিঙ্গা। তবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে বিজিবি। তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি চলছে বিজিবির। তবে কিছু দুর্গম পয়েন্টে বিজিবির নজরদারি অতটা জোরালো নয়। রাতের আঁধারে সেইসব পয়েন্ট দিয়ে কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে বলে জানা গেছে। তবে ঠিক কতজন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন তার তথ্য এখনো জানা যায়নি।
বিজিবি ও কোস্টগার্ডের তথ্য মতে, সোমবার রাত নয়টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত নাফ নদী অতিক্রম করে টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা নাগরিকবোঝাই ২০টি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। একই সময় উখিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি ৩৫ শিশু, ২২ নারীসহ ৬৬ রোহিঙ্গাকে আটক করে আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। এর আগের কয়েক দিনে উখিয়া-টেকনাফ থেকে আরও ৩৪৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা