আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভালো লাগতে শুরু করেছে তার। দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ ওই সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি ওবামা সম্পর্কে বলেন, তাকে ভাল লাগবে কিনা, নিশ্চিত ছিলাম না। বরং মনে হত, তাকে ভাল লাগবে না। কিন্তু তার সঙ্গে কথা বলে বেশ ভাল লেগেছে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা