এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করতে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে খোলা চিঠি লিখেছেন ৩১ জন লেখক। বুধবার এ তথ্য জানায় মার্কিন সংবাদমাদ্যম লস অ্যাঞ্জেলেস। গণমাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস করায় গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে স্নোডেনের বিরুদ্ধে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) এর হয়ে কাজ করতেন স্নোডেন। এসব সংস্থার এমন কিছু তথ্য তিনি ফাঁস করেন যা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। সারা বিশ্বে আঁড়ি পাতার দায়ে সমালোচিত হয় আমেরিকা। এরপরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা হওয়ায় তিনি আমেরিকা থেকে পালিয়ে যান। বর্তমানে রাশিয়াতে আছেন ৩৩ বছর বয়সী এ মার্কিন নাগরিক। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারেও স্নোডেন জানান, তিনি যা করেছেন তার ওপরে এখনো তার আস্থা আছে।
খোলা চিঠিতে লেখকরা জানান, স্নোডেনের ওই কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতা নয়। দেশপ্রেম থেকেই সে এটা করেছে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা