নিহত ভারতীয় সেনার অঙ্গচ্ছেদের ঘটনা ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার কাশ্মীরের মাচিল সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে নিহত হয় তিন ভারতীয় সেনা জওয়ান। এর মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করা হয়। এরপরই সীমান্তে পরিস্থিতির অবনতি হয়েছে।
অঙ্গচ্ছেদের ঘটনার পরই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকে বিষয়টি জানান সেনার ভাইস চিফ লে. জেনারেল বিপিন রাওয়াত। সেখানেই পাক সেনাকে কড়া জবাব দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে। এরপরই ভারতীয় সেনার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এভাবে জওয়ানের লাশকে বিকৃত করার মতো কাপুরুষোচিত ঘটনার জন্য পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। তাই লাইন অব কন্ট্রোল থেকে পাক সেনাকে কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পুঞ্চ ও রাজৌরি সেক্টর বরাবর লাইন অফ কন্ট্রোলে ভারী গোলাবর্ষণ করছে ভারতীয় সেনা বাহিনী। পাক সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে মর্টারও।
পাক সেনাবাহিনীর তরফেও এলওসি বরাবর ভিমবের গলি, কৃষ্ণা ঘাটি ও নওসেরা সেক্টরে গুলি চালাচ্ছে বলে খবর।
মঙ্গলবার মাচিল সেক্টরে যখন ৫৭ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা টহল দিচ্ছিল সেইসময়ই ঘন জঙ্গলের মধ্যে থেকে সেনার ওপর হামলা চালায় জঙ্গিরা। পাক রেঞ্জার্সের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর গুলিতে নিহত হয় তিন ভারতীয় জওয়ান। এরমধ্যে এক জওয়ানের মুন্ডু কেটে নেওয়ার পরই ক্ষোভে ফুঁসতে শুরু করে গোটা ভারত। যদিও পাকিস্তান সেনার দাবি ভারতীয সেনার ওপর হামলার ঘটনা তাদের সেনার কোন হাত নেই।
তবে এবারই নয়, গত ২৮ অক্টোবরেও এক ভারতীয় সেনা জওয়ানকে নিহত করে তার লাশ বিকৃত করার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১১