মোদির বিরুদ্ধে উস্কানি দিতে ভারতের ভিতরে লোক পাঠাতে চলেছে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম উপদেষ্টা সরতাজ আজিজ। ইতোমধ্যেই এই কাজ করার জন্য কমিটিও গঠন করে ফেলেছে তারা।
পাক সংবাদপত্র ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, নয়াদিল্লিতেও থাকবে পাকিস্তানের পক্ষের লোক। যারা দেশের মানুষকে মোদি সরকারের ‘চরমপন্থা’ সম্পর্কে জানিয়ে উস্কানি দেবে।
সেইসঙ্গে আজিজ আরও জানান, পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এই বিষয়ে একটি স্ট্র্যাটেজি স্থির করবে। যেখানে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে আলোকপাত করা হবে। যেখানে থাকবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে দেশের তাবড় গোয়েন্দারা। সেখানে ভারত-কাশ্মীর সংক্রান্ত পলিসিও স্থির করা হবে বলে জানা গিয়েছে।
থাকবে আরও একটি কমিটি। যার দায়িত্বে থাকবে পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেক্রেটারি। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে কি করা হবে না হবে তা স্থির হবে সেই কমিটিতে। সেখানেও থাকবেন বিদেশ, প্রতিরক্ষা, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে পাকিস্তানকে একঘরে করতে ভারত যে অনেকাংশেই সফল হয়েছে, সেকথাও মোটামুটি স্বীকার করে নিয়েছেন আজিজ।
সূত্র: কলকাতা২৪