আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেন্টাগন দাবি করেছে, সিরিয়ার ওপর গত সেপ্টেম্বরের বিমান হামলা ছিল 'অনিচ্ছাকৃত ভুল'। বুধবার পেন্টাগন এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ওই হামলা চালানো হয়েছিল। এই ভুল ইচ্ছাকৃত-ভাবে করা হয়নি, এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়নি।' খবর কলকাতা টুয়েন্টিফোরের।
গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার সেনা ঘাঁটিতে চার বার ভয়াবহ বিমান হামলা চালানো হয়। আক্রমণে অংশ নেয়া বিমানগুলি ছিল আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ব্রিটেনের। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর-আয-যোর প্রদেশে চালানো এসব হামলায় অন্তত ৯০ জন সিরীয় সৈন্য নিহত হয়। মধ্য-সেপ্টেম্বরের ওই হামলার পরপরই দেইর-আয-যোর প্রদেশের ওই এলাকাটি দখল করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস।
হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রিচার্ড কো বলেছেন, 'লক্ষ্যবস্তুকে টার্গেট করার ক্ষেত্রে আমরা একটি অনিচ্ছাকৃত ও দুঃখজনক ভুল করেছি।'
তাৎক্ষণিকভাবে ওই হামলাকে আমেরিকার পরিকল্পিত আক্রমণ বলে অভিহিত করে সিরিয়া ও রাশিয়া। দেশ দুটি আরও দাবি করে, আইএসের অবস্থান শক্তিশালী করতেই ওই হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা