হাতে নগদ রুপি না থাকলেও চিন্তার কোন কারণ নেই। পেট পুরে খাবার খান, আর পেমেন্ট করুন কার্ডে। নগদ সমস্যা মেটাতে বুধবার থেকেই ভারতের সংসদের সমস্ত ক্যান্টিনেই চালু হয়েছে ক্যাশলেস পরিসেবা।
এদিন লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন এই পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে ৫০০, ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণার পর থেকে নগদ সমস্যায় পড়তে হয়েছে ভারতের ১২৫ কোটি মানুষকে। দীর্ঘ সময় ধরে ব্যাংক কিংবা এটিএম’এর লাইনে দাঁড়িয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে গ্রাহকদের। খুচরা রুপির সঙ্কটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা হলেও ছন্দপতন ঘটে। এমন অবস্থায় ক্যাশলেস সমাজের ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নগদ রুপির ব্যাবহার কমিয়ে প্লাস্টিক কার্ড অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেটিএম কার্ডের ব্যবহার বাড়ার ওপর জোর দেন। এবার সেই ব্যবস্থাই চালু করা হল সংসদের ক্যান্টিনে।
সংসদ ভবন চত্তরে মোট ১৯ টি জায়গায় এই ক্যাশলেস পরিসেবা চালু করা হয়েছে যার মধ্যে রয়েছে এই ক্যান্টিনটিও। যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৪৫০০ মানুষ খেতে আসেন। সংসদ সদস্যরা ছাড়াও সংসদের কর্মী, ভিজিটর, গণমাধ্যমের কর্মীরা প্রত্যেকেই এই ক্যাশলেস সুবিধা পাবেন।
ফুড কমিটির চেয়ারম্যান এ.পি. জিতেন্দ্র রেড্ডি জানান ‘সংসদ ভবন চত্তরে অবস্থিত সমস্ত ক্যান্টিনেই এবার থেকে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যাবার করেই খাবারের বিল মেটানো যাবে’। তিনি আরও বলেন ক্যান্টিনের কর্মীদের কার্ড সোয়াইপ করার যন্ত্র কিভাবে চালাতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে তারা সমস্ত কিছুই খুব ভাল ভাবে সামাল দিতে পারবেন। যারা সংসদে কাজ করেন তাদের প্রত্যেকের সুবিধার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতেক্যেই এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন’।