আগামী ২০১৭ সালের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে টহলদারি কমিয়ে ‘মাল্টি-লেয়ার্ড স্মার্ট ফেন্স’এর কাজ শেষ করা হবে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কারিগরী মূল্যায়ন খতিয়ে দেখতে বিশটি আন্তর্জাতিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার দিল্লিতে বিএসএফ’এর ডিজি কে.কে.শর্মা একথা জানিয়েছেন।
শর্মা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের থেকে অনুমোদন পাওয়ার পরই কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস) বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যেখানে এই দুই স্পর্শকাতর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত টহলদারির বদলে কুইক রিয়াকশান টিম প্যাটার্নে স্থানান্তরিত হয়ে যাবে। এর ফলে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটলেই তার সঙ্কেত ধরা পড়বে সীমান্তরক্ষী বাহিনীর র্যাডারে। এরপরই কঠোর ব্যবস্থা নেবে বিএসএফ।
তিনি আরও জানান ‘আমাদের সীমান্ত বেড়াকে আরও আধুনিকীকরণ করার লক্ষ্যে কিছু সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। সিআইবিএমএস’এর কারিগরী মূল্যায়ন খতিয়ে দেখতে বিশটি বড় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী বছরের মাঝামাঝি শেষ হয়ে যাবে’।