শীতে স্তব্ধ হয়ে গেছে কলকাতার জনজীবন। উত্তরের হিমেল হাওয়ার দাপটে শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের ফলে কুয়াশার দাপটও বেড়েছে। সকালে বেশ বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। আবহাওয়াবিদরা মনে করছেন আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
কলকাতায় শুক্রবার (৯ ডিসেম্বর) ছিলো এ মৌসুমের শীতলতম দিন। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে গেলে তাপমাত্রার পারদ আরও নামবে।
এদিকে অতিরিক্ত ঠাণ্ডায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা বিপাকে পড়লেও খুশি চাকরিজীবীরা। শনিবার ছুটির দিন হওয়ায় চিড়িয়াখানা, ভিক্টরিয়া মেমোরিয়ালসহ বিভিন্ন বিনোদন স্থানে শীতের কাপড় গায়ে জড়িয়ে হাজির হয়েছে শত শত মানুষ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ