যুক্তরাষ্ট্রের ইক্সেন মোবিল (Exxon Mobil) করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) রেক্স টিলারসন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্য রেক্স টিলারসনের মনোনয়ন প্রত্যাশা করেছেন। ট্রাম্পের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আজ এমন খবর জানানো হয়।
রেক্স টিলারসন ২০০৪ সালে টেক্সাসভিত্তিক একটি তেল কোম্পানির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার