পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার জম্মুর কাঠুয়া সেক্টরে এক র্যালিতে উপস্থিত থেকে একথা বলেন।
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে রাজনাথ বলেন পাকিস্তান চায় সন্ত্রাসবাদ ছড়িয়ে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু তাদের জানা উচিত যে কাপুরুষদের অস্ত্রই হল জঙ্গি ও সন্ত্রাসবাদ, সাহসীদের নয়’।
এই প্রেক্ষিতেই রাজনাথ বলেন, ‘পাকিস্তান আমাদের বিরুদ্ধে চারবার যুদ্ধে নেমেছে আর প্রতিবারই পরাজিত হয়েছে। তাদের বোঝা উচিত যে আমাদেরকে পরাজিত করা সহজ নয়, আর তাই জঙ্গি ও সন্ত্রাসবাদের আশ্রয় নিয়েছে’। তিনি বলেন, ‘আসলে ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করার ষড়যন্ত্র করছে পাকিস্তান, কিন্তু তাদের সেই উদ্যেশ্য কোনদিন সফল হবে না। ধর্মের ভিত্তিতে ভারত আর কোনদিনই ভাগ হবে না’।
তিনি আরও বলেন, ‘আমাদের আন্তরিকতার প্রেক্ষিতে পাকিস্তান আমাদের উরি, গুরুদাসপুর, পাঠানকোট (যেখানে জঙ্গি হামলা হয়েছে) উপহার দিয়েছে। পাকিস্তান ক্রমাগত আমাদের ওপর হামলা চালাচ্ছে কিন্তু আমরা প্রথমে গুলি চালাবো না, আমরা তার যোগ্য জবাব দেবো। পাকিস্তান যদি জঙ্গি ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় এবং ভারতের সহায়তা চায় তবে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসকে উৎখাত করতে ভারত তাদের সহায়তা করতে প্রস্তুত আছে’।
রাজনাথের এই মন্তব্যের পরই স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেগে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী টুইট করে জানান, ‘হ্যাঁ, রাজনাথ সিং জি, পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করার চেষ্টা করছে, এটা কি আপনাকে আঘাত করেছে যে আপনি ও আপনার বস (মোদি) তো একই কাজ করে আসছেন’।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব