খারাপ আবহাওয়ার কারণে অবতরণ করতে পারিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। তাই মোবাইলেই বক্তব্য রাখলেন তিনি। জানিয়েছেন, ‘এতদূর পর্যন্ত এসেছে খারাপ আবহাওয়ার জন্য নামতে পারলাম না। কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে গেছি।’ খবর কলকাতা টোয়েন্টিফোরের।
ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নোট বাতিলের জেরে সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজবাদী পার্টি (বসপা) সমস্যার মধ্যে পড়েছে। উত্তরপ্রদেশের জনতা ভালোই বুঝতে পারছে। এর বেশি আমি কিছু বলতে চাই না। আপনারা মোবাইলের মাধ্যমে আমার বক্তব্য শুনলেন...সৎ মানুষের সাহায্যে দেশ সততার পথে চলবে, আর অসৎরা ছাড়া পাবে না।’
মোদি বলেন, ‘বিরোধী দল সংসদের কাজ হতে দিচ্ছে না। তারা শুধু হাঙ্গামা করেন। কিন্তু আমাদের সরকার নোট বাতিল নিয়ে আলোচনা করতে চায়। নোট বাতিলের পর থেকেই বড় সংখ্যক নোট ধরা পড়ছে। এই সরকার গরীবের এবং গরীবের জন্য।’
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব