প্রেসিডেন্টের চেয়ারে বসার আগে একের পর এক বিতর্ক ধেয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। সর্বশেষ অভিযোগ এল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ–এর পক্ষ থেকে। তাদের দাবি, নির্বাচনে ট্রাম্পকে সুবিধা করে দিতে হিলারির ইমেল ফাঁস করে রাশিয়া। তবে এ অভিযোগ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। খবর বিবিসির।
অভিযোগ ওঠার পর থেকেই ডেমোক্রেটিকদের সঙ্গে গলা মিলিয়েছেন প্রবীণ রিপাবলিকানরাও। প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেন যিনি আবার পদাধিকার বলে সেনেটের আর্মড সার্ভিস কমিটির প্রধান তিনি বলেছেন, ‘সিআইএ–এর রিপোর্ট নিয়ে সব আমেরিকানের উদ্বিগ্ন থাকা উচিত।’
এই নিয়ে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, তাকে আটকাতেই এইসব ভিত্তিহীন অভিযোগ–প্রমাণ তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, আমি মনে করি, এই অভিযোগ হাস্যকর। এটা কেবল অজুহাত মাত্র। আমি এটা বিশ্বাস করি না।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব