আন্দামান সাগরের ব্যারেন দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ক্রমাগত ও লাভা ও ছাই উদ্গীরণ হয়ে চলেছে এখান থেকে।
ভারতের জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট ড. অভয় মুধোলকরের নেতৃত্বে গবেষকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। ওই এলাকায় মাটি ও সমুদ্রের জলের নমুনা সংগ্রহ করেছেন তারা।
দ্বীপের আকাশ পরিস্কার থাকলেও আগ্নেয়গিরির মুখে জমে আছে ঘন মেঘ। তা থেকে আরও কয়েকদিন এই উদ্গীরণ চলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
১৫০ বছর পর ১৯৯১-এ প্রথম লাভা ও ছাই উদ্গীরণ করে এই আগ্নেয়গিরি। তার আগে একে ঘুমন্ত আগ্নেয়গিরি হিসেবেই মনে করা হত। ১৯৯১ থেকে মাঝেমধ্যেই লাভা ও ছাই উদ্গীরণ করে ব্যারেন দ্বীপের এই আগ্নেয়গিরি।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা