দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পাক কুন হে’র বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
দেশটির প্রসিকিউটররা জানিয়েছেন, তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। তবে হের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ৬৫ বছর বয়সী পাক কুন হে। এরপর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে। হে’র বন্ধু চই সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে ৬৫ দশমিত ৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন বলেও অভিযোগ আসে।
সূত্র: নিউইয়র্ক টাইমস