বৌদ্ধ ধর্মগুরু দালাইলামার অরুণাচল সফর নিয়ে ক্ষুব্ধ চীন ফের আক্রমণাত্বক কথা বলছে ভারতের বিরুদ্ধে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, দালাইলামার অরুণাচল সফরে ভারত-চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লু কাং জানিয়েছেন, দালাইলামার অরুণাচল সফরের নেতিবাচক প্রভাব পড়েছে ভারত-চীন সম্পর্কে। তিব্বত নিয়ে নিজের প্রতিশ্রুতি পালন করুক ভারত। চীনের বিরুদ্ধে দালাইলামাকে ব্যবহার করা উচিত হয়নি। একমাত্র এই পন্থা নিলেই দু’দেশের মধ্যে সীমান্ত বিবাদ মেটানোর আদর্শ পরিবেশ তৈরি হবে।
দালাইলামার অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়ে আসছে চীন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে এক প্রকার কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তিব্বতি ধর্মগুরুর অরুণাচলে যাওয়া ধর্মীয় সফর। ভারত এই বিষয়ে কোনও বিতর্ক চায় না।
সূত্র: সংবাদ প্রতিদিন