জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়াকে ঘিরে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে আলোচনা শুরুর প্রেক্ষাপটে আজ মঙ্গলবার তিনি এ গুরুত্বরোপ করেন।
অ্যাবে বলেন, ‘সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার ওপর আমাদের গুরুত্বারোপ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘কেবল আলোচনার জন্যে আলোচনা অর্থহীন, একইসঙ্গে চাপ প্রয়োগও জরুরি।’
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম