যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড গলফ কোর্সে একটি মার্কিন ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইউএইচ ব্ল্যাক হক ভার্জিনিয়া থেকে উড্ডয়নের পর সোমবার দুপুর দুইটার দিকে ম্যারিল্যান্ডে বিধ্বস্ত হয়। আহতরা গুরুতর অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতদের কারও নাম জানায়নি কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিদিনের নিয়মমতো প্রশিক্ষণে ছিল হেলিকপ্টারটি। তবে এটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ব্যাপারে ম্যারিল্যান্ডের ক্লাব সেক্রেটারি জানায়, হেলিকপ্টারটি ব্রিটন বে গলফ ও কান্ট্রি ক্লাবে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শী এলিজাবেথ উইলিংয়ের বলেন, হঠাৎ করে হেলিকপ্টারটি ঘুরতে শুরু করে। আমি ভেবেছিলাম এটা বোধহয় কোনো ট্রিকস। এরপর এটি গাছের পেছনে আড়াল হয়ে যায় এবং বিস্ফোরণের শব্দ শুনতে পাই আমরা।