শ্রমিক নেওয়ার ক্ষেত্রে 'ভিসা সংক্রান্ত' ইস্যুতে আরো কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। বিদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে তাদের ভিসা সংক্রান্ত যাবতীয় নিয়মনীতি কঠোর করার কথা ঘোষণা করেছে দেশটি।
দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, অস্ট্রেলিয়ান নাগরিকদের অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে বর্তমান ‘৪৫৭ ভিসা প্রোগ্রাম’ বাতিলের চিন্তা করা হচ্ছে। তাছাড়া অস্ট্রেলিয়ায় যোগ্য জীবীকার সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য এই ভিসার স্থলে নতুন দুটি অস্থায়ী ভিসা আরোপ করতে যাচ্ছে তারা। এতে শ্রমিকদের পছন্দমতো কাজ খুঁজে পেতে হলে নিজেদের ভিসার সঙ্গে আরো ছোট তালিকার সংশ্লিষ্ট ও অত্যাবশ্যক কিছু নিয়মনীতি যোগ করার ব্যাপারেও একমত অস্ট্রেলিয়ান সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে টার্নবুল বলেছেন, ‘নতুন ভিসা ব্যবস্থাটি প্রকাশ্যে, অক্ষরে অক্ষরে এবং অটলভাবে জাতীয় স্বার্থে পরিচালনা করা হবে। সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার