জুনিয়র বেসিক ট্রেইনিং (জেবিটি) কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি নিয়োগপত্র। আড়াই বছর ধরে অপেক্ষা করছেন হরিয়ানার ১২ হাজার ৭৩১ জন শিক্ষক। তার মধ্যে সাত হাজারই নারী। নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে রক্ত দিয়ে চিঠি লিখলেন তারা।
শিক্ষক সমিতির সভাপতি কিশোর জওয়ালিয়া জানিয়েছেন, ২০১৪ সালে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করে তালিকায় নাম উঠেছে তাদের। কিন্তু আড়াই বছর পরেও নিয়োগপত্র পাননি। এবার তারা সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছ থেকেই নিয়োগপত্র চান।
মহেন্দ্রগড়ে শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মাকে ঘেরাও দাবী আদায়ের চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু কাজ হয়নি। গত দুই বছর ধরে নিয়োগের দাবীতে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। একাধিকবার তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না করলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
২০১৫ সালে একই দাবীতে ১৫ জন শিক্ষক অনশন শুরু করেছিলেন। তারাও রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টরকে চিঠি লিখেছিলেন। এবার সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখেছেন তারা।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/ফারজানা