চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি আবাসিক ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বাইহি কাউন্টির জরুরি উদ্ধার সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
দেশটির সরকার জানায়, সোমবার রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিধসের কারণে ভবনটি ধসে পড়ে। বাইহি কাউন্টির মাওপিং উপশহরে এ ঘটনাটি ঘটে। সাত তলা বিশিষ্ট এ ভবনে ১১টি পরিবারের ৩৯ সদস্য বসবাস করছিল। এদের মধ্যে সাতজন ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে। উদ্ধার কর্মীরা এখনো নিখোঁজ তিন বাসিন্দার সন্ধানে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার