বেক্সিটে বিরোধী ছিলেন সেই সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু ভোটাভুটিতে বেক্সিটপন্থীরা জিতে যাওয়ায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় ক্ষমতায় বসেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে। কিন্তু ক্ষমতা নেওয়ার ৯ মাসের মাথায় অনেকটা অকস্মিকভাবে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী তেরেসা মে জানিয়েছেন, আগামী ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন।
এদিকে, তেরেসা মে'র এমন সিদ্ধান্ত ঘোষণার পর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজ দল কনজারভেটিভ পার্টির সকল প্রার্থীকে শুভ কামনো জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, এটা তেরেসা মে'র সাহসী ও সঠিক সিদ্ধান্ত।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব