বাল্টিক তীরবর্তী দেশ লাটভিয়া ন্যাটো জোটে যোগ দেওয়ার পর ২০০৪ সাল থেকে প্রতিবছর আমেরিকাসহ জোটের সদস্যরা সামরিক মহড়ায় অংশ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্কের অবনতি ঘটলে ২০১৪ সালে এই মহড়া নতুন রূপ নেয়। বর্তমানে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালে না। তার মধ্যে আবার উত্তর কোরিয়া ইস্যুতেও তাদের অবস্থান পরিস্কার নয়। ফলে রাশিয়ার উপর চাপ বাড়াতেই এবার বিরাট আকারে মহাড়ায় অংশ নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট।
লাটভিয়ার রাজধানী রিগার বাইরে আদাজি প্রশিক্ষণ এলাকায় এই মহড়া শুরু হতে যাচ্ছে। চলবে আগামী দু’সপ্তাহ ধরে। আর এই মহড়া ঘিরে এখন সাজো সাজো রব ন্যাটোর মধ্যে।
মহড়ায় আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং সুইডেনসহ ১২ দেশের কয়েক হাজার সেনা অংশ নিচ্ছে। লাটভিয়া জানিয়েছে, মহড়ায় ব্যাপক তৎপরতা চালানো হবে। এর মধ্যে গোলন্দাজ সমর্থন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিমান প্রতিরক্ষা, ট্যাংক বিধ্বংসী তৎপরতা এবং গণ বিধ্বংসী অস্ত্র বিরোধী তৎপরতাসহ আরও কিছু অনুশীলন থাকবে। রাশিয়ার সমালোচনাকে অগ্রাহ্য করে এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও খবর বেরিয়েছে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব