ফের বিতর্কে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তার বিরুদ্ধে নারীদের হেয় করার অভিযোগ উঠল। বিতর্কের কেন্দ্রে যোগীর ওয়েবসাইটের একটি প্রবন্ধ।
যোগীআদিত্যনাথ ডট ইন–এ প্রকাশিত ওই প্রবন্ধের একটি অংশ লেখা রয়েছে, ‘শাস্ত্রে নারীদের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। লাগামছাড়া ও অনিয়ন্ত্রিত শক্তি ধ্বংস ডেকে আনে। তাই মহিলাদেরও অতিরিক্ত স্বাধীনতার প্রয়োজন নেই। তাদের সুরক্ষিত রাখার জন্য এবং সঠিক পথে চালিত করার প্রয়োজন রয়েছে। শৈশবে নারীরা সুরক্ষিত থাকেন বাবার দ্বারা, যৌবনে স্বামীর দ্বারা ও বার্ধক্যে পুত্রের দ্বারা।’
প্রবন্ধের এই অংশ উল্লেখ করেই আদিত্যনাথের তুমুল সমালোচনা করেছেন কংগ্রেস নেতা সুরজওয়ালা। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিজে মুখে নারীদের সমান অধিকারের কথা বলেন। কিন্তু আদিত্যনাথের প্রবন্ধে মহিলাদের প্রতি বিজেপি–র আসল মনোভাবই সামনে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহর ওই মন্তব্যের নিন্দা করা উচিত এবং ওই প্রবন্ধটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা উচিত। পাশাপাশি মহিলাদের কাছে ক্ষমাও চাওয়া উচিত আদিত্যনাথের।’
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮