যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওই গোলাগুলিতে আহত হয়েছেন আরও একজন। খবর রয়টার্সের।
সন্দেহভাজন বন্দুকধারীর নাম আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক কোরি আলী মুহাম্মদ (৩৯)। তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর কোরি আলী মুহাম্মদ 'আল্লাহু আকবর' বলে চিৎকার করেছেন।
গোলাগুলির এই ঘটনাকে 'বিদ্বেষমূলক অপরাধ' হিসেবে সন্দেহ করছে পুলিশ। গত সপ্তাহে শহরের একটি মোটেলের বাইরে এক নিরস্ত্র নিরাপত্তারক্ষী গুলিতে নিহত হওয়ার ঘটনায় আগে থেকেই আলীর খোঁজ করছিল পুলিশ।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা