ভারতের উদ্বেগকে গুরুত্ব দিয়ে চীনের সঙ্গে সামরিক মহড়ার আকার কমিয়ে দিল নেপাল। এমনটাই জানিয়েছে চীনের সংবাদমাধ্যম। গত ১৬ এপ্রিল ‘সাগরমাথা ফ্রেন্ডশিপ ২০১৭’ নামের ১০ দিনের মহড়াটি শুরু হয়। চীনের গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, শুরুতে দুই দেশ ব্যাটালিয়ন পর্যায়ের সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ভারতের উদ্বেগকে প্রাধান্য দিয়ে রাতারাতি মহড়ার ব্যাপকতা ছেটে ফেলল নেপাল। শুধু তাই নয়, জায়গাও কমিয়ে দেওয়া হয়েছে। নেপালের একটি সামরিক স্কুলে এই সামরিক মহড়া করা হয়েছে।
চীনের সংবাদমাধ্যমে বলা হয়, নেপালের সঙ্গে চীনের সামরিক মহড়া একটি স্বাভাবিক বিষয়। কারণ চীনের বন্ধু নেপাল। অন্য দেশের মতোই নেপালের সঙ্গেও সামরিক মহড়া করছিল চীন। কিন্তু বিষয়টি যে তেমন নয়, তা ভালোভাবেই বুঝেছে ভারত। কারণ, মূলত ভারতকে চাপে রাখতেই নেপালের সঙ্গে সামরিক মহড়া করছে চীন। পাশাপাশি, নেপালের সঙ্গে নানারকম কৌশলে প্রকল্পের মাধ্যমে সম্পর্ক তৈরির পথে চীন। আর চীনের এই ছকে কার্যত পানি ঢেলে দিয়েছে ভারত। আর তাতেই ক্ষুব্ধ চীন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার