ভারতের যোগগুরু রামদেবের যোগাসন থেকে তার পতঞ্জলির বিষয়ে তো প্রায় সকেলই জানেন। কিন্তু জানেন কি, এই রামদেব ছিলেন পড়াশোনায় বেশ ভালো, কিন্তু ছোটবেলাতে হঠাৎই তিনি স্কুল যাওয়া বন্ধ করে দেন।
আসলে ছোটবেলাতে তার ওপর গভীর প্রভাব ফেলেছিল দয়ানন্দ সরস্বতীর ‘সত্যার্থ প্রকাশ’ বইটি। দয়ানন্দ সরস্বতীর লেখা তার ওপর এতটাই প্রভাব ফেলেছিল যে তিনি সরকারি স্কুলকে বিদায় জানিয়ে ঘর থেকেও পালিয়ে যান। এরপর ভর্তি হন গুরুকুলে। এমনকি ফোনে হ্যালো পর্যন্ত বলেন না তিনি। ‘সত্যার্থপ্রকাশ’ পড়ার পর তিনি ঋষিদের দেখানো পথেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
‘দ্য বাবা রামদেব ফেনোমেনন: ফ্রম মোক্ষ টু মার্কেট’ বইটিতে বলা হয়েছে, প্রাচীনকালে ঋষিরা ব্রহ্মচর্য পালন করতেন, তাই তিনিও বিয়ে না করার সিদ্ধান্ত নেন। এই বই অনুযায়ী, রামদেব জানান , ‘সত্যার্থ প্রকাশ’ তার কাছে এক নতুন দিগন্তের উন্মোচন করে। তাকে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে দেয় এই বই।
জানা যায়, স্কুল ছেড়ে দেওয়ার বিষয়টিতে মা-বাবার সম্মতি পাবেন না জেনেই একদিন তিনি সকালে তিনি ঘর থেকে পালিয়ে গিয়ে হরিয়ানার খানপুরে এক গুরুকুলে এসে নাম লিখিয়ে নেন। রামদেব জানান, দয়ানন্দ সরস্বতীর লেখা থেকে তিনি বৈদিক শিক্ষা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২