ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের উদ্যোগে সুধীজনের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা এমদাদুল্লাহ বেলালী।
হাফেজ মাওলানা জুবায়ের আহম্মেদের সঞ্চালনায় ইসলামের আলোকে রমজান শীর্ষক আলোচনা করেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফজলুল করিমসহ আরও অনেকে। ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা খোরশেদ আলম।
বিডি প্রতিদিন/৫ জুন, ২০১৭/ফারজানা