নির্বাচনে রাশিয়ার সঙ্গে আঁতাত নিয়ে অভিযুক্ত হলেও সেটিকে সবার সামনে খুব একটা পাত্তা দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের আওতায় আছে তার পরিবার ও নির্বাচনী শিবিরের সদস্যরাও। তবে ট্রাম্প জানিয়েছেন, নিজেকে এবং অভিযুক্ত সবাইকে ক্ষমা করার সর্বময় ক্ষমতা তার হাতে। তবে এই ক্ষমতা তারই ব্যবহারই করা লাগবে না। কারণ যেসব অভিযোগ উঠেছে তার সবই 'ভুয়া'।
গতকাল শনিবার বেশ কয়েকটি টুইট করেন ট্রাম্প। সেখানেই ট্রাম্প নিজের ক্ষমতা সম্পর্কে সবাইকে জানান দিয়েছেন।
নির্বাচন নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছে ট্রাম্পের ছেলে। এ নিয়ে টুইটারে সাফাই গেয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, আমার ছেলে ডোনাল্ড তার সব ইমেইল গণমাধ্যম ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে দিয়েছে। অথচ 'ধূর্ত' হিলারি ক্লিনটন (নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন) তার ৩৩ হাজার ইমেইল ডিলিট (এসিড ওয়াশ) করে দিয়েছে!
বিডি প্রতিদিন/২৩ জুলাই, ২০১৭/ফারজানা