অবশেষে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করল চীন। শুক্রবার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার এই কাজ করল তারা।
রবিবার চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র গেং শুয়াং বিবৃতি দিয়ে বলেছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়ম ভেঙে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার তীব্র আপত্তি জানাচ্ছে চীন। কিন্তু এ ব্যাপারে সব রাষ্ট্রকেই বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। কারণ কড়া পদক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।
শুক্রবার উত্তর কোরিয়ার শনিবার মিসাইল পরীক্ষার পর আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি উত্তর কোরিয়ার উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপায়। তার প্রেক্ষিতেই চীনের এই বিবৃতি দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা।
গেং শুয়াং আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে থাড মিসাইল মোতায়েন বন্ধ করতে আবেদন জানিয়ে বলেন, এর ফলে কোরিয়া উপদ্বীপের বাসিন্দাদের নিরাপত্তাই বিঘ্নিত হবে। প্রসঙ্গত উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার পরই শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই বন্ধুদেশ আমেরিকার সহযোগিতায় থাড মিসাইল মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ তাফসীর