ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর অনেক আগেই দলে দুইটি পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া। দুই পেসার স্পেন্সার জনসন ও জস হেইজেলউডের জায়গায় বিধ্বংসী ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও পেসার জাভিয়ার বার্টলেটকে দলে ডেকেছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়া এই দুই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার ক্যারিবিয়ান সফরে চলতি টেস্ট সিরিজ শেষে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এজন্য গত মাসে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতেই এবার পরিবর্তন এলো।
বাজে পারফরম্যান্সের কারণে তখন বাদ পড়েছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এখন আবার সীমিত ওভারের ক্রিকেটের দলে জায়গা পাকা করার লক্ষ্য তার। এদিকে, আগামী মাসে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে দেশে ফিরে যাবেন হেইজেলউড। আর জনসন এখনও পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।
২০ ওভারের সংস্করণে দারুণ ছন্দে আছে অস্ট্রেলিয়া; সবশেষ ১৪ ম্যাচ খেলে ১২টি জিতেছে তারা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফর্ম ধরে রাখাই এখন তাদের লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ টেস্টটি কিংস্টনে মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় শনিবার (১২ জুলাই) মাঝরাতে। এরপর জ্যামইকার কিংস্টনেই আগামী ২০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে দ্বিতীয় ম্যাচের পর, বাকি তিনটি হবে সেন্ট কিটসে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জাভিয়ার বার্টলেট, জশ ইংলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ