নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিওবা চার দিনের সফরে বুধবার ভারত যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সিনহুয়াকে এ খবর জানায়।
সফরকালে দিওবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
দায়িত্ব গ্রহণের পর এটাই দিওবার প্রথম বিদেশ সফর।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/এনায়েত করিম