যুক্তরাষ্ট্রে বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালে এক মার্কিন কমান্ডো নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দেশটির নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগ সামরিক কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন আর্মি স্পেশাল অপারেশন্স কমান্ড।
মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ডের মুখপাত্র কর্নেল রব বকহোল্ট জানান, আহত সেনাদেরকে ঘাঁটির উমেক আর্মি মেডিক্যাল সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। বকহোল্ট জানান, নিহত সেনার নাম সার্জেন্ট আলেক্সান্ডার পি. ডালিডা। তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে উভচর গাড়ি উল্টে আগুন ধরে ১৫ মেরিন সেনা আহত হওয়ার মাত্র একদিনের মধ্যেই নতুন করে হতাহতের এ ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ